স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর দেখানো পথেই জনপ্রতিনিধিগণদের কাজ করতে হবে
রনি আহম্মদ:
রাজশাহী বিভাগের ১২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। যে কোনো প্রয়োজনে মেয়র ও কাউন্সিলরগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন বিভাগীয় কমিশনার। বঙ্গবন্ধুর দেখানো পথে জনপ্রতিনিধিগণদের কাজ করে যেতে হবে। সব সময় মানুষের প্রয়োজনে কাজ করতে হবে। সকলের একটাই চিন্তা হতে হবে- দেশের উন্নয়ন। এজন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে।
বুধবার (২৪ ফেব্রুযারি) দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে তিন ধাপে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও বগুড়া জেলার মোট ১২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন। এর মধ্যে পাবনা পৌরসভা, রাজশাহীর মুন্ডমালা ও কেশরহাট পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা, নাটোরের সিংড়া পৌরসভা, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ পৌরসভা এবং বগুড়ার শিবগঞ্জ, ধুনট, নন্দীগ্রাম, গাবতলী ও কাহালু পৌরসভার মোট ১২ জন মেয়র, ৩৯ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ১১৭ জন সাধারণ আসনের কাউন্সিলর শপথ নেন।
শপথ পাঠ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিগণকে অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ‘জনগণ আপনাদের বিরল সম্মান অর্জনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থেকে আপনাদেরকে সে সম্মান ধরে রাখতে হবে। জনসেবা করে যেতে হবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট বুঝতে হবে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের অনুভূতি বুঝতে পারতেন। সে কারণে সাধারণ মানুষের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল নিবিড়। তাই তিনি আমাদেরকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখাতে পেরেছিলেন। জনগণও তাঁর ডাকে সাড়া দিয়েছিল।’
শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. জিয়াউল হক।